প্রত্যাবর্তন | ফজলুল হক | কবিতা | শীর্ষবার্তা

এবার আমার ফেরার পালা।
এবার প্রত্যাবর্তন সেই চতুরঙ্গ জীবনে,
যেখানে খুব অবহেলায় ফেলে এসেছি ধ্রুব হিসেবের বই।
এবার ফিরবো সেই আকাশের কাছে,
যেখানে এক চিলতে আলোর ফালি খেলা করতো আঁধারে সাথে জড়াজড়ি করে।
একফালি চাঁদ এখানে নিত্য নামে প্রেমের অমিয় ধারায়।
এবার ফেরার পালা আমার অসীমের পানে।

অনেক হেটেছি আমি অস্তবেলার পথ।
হেলায় ফেলায় কেটেছে জীবনের সোনালী সময়।
এবার যাত্রা উদয়ের পথে।

জীবনের সেই প্রান্ত বেলায়, ভোরের সুর্যের মতো যখন উকি দিয়েছিলো এক চিলতে আকাশ,
আমি আকাশের পথেই হেটেছি অনন্তকাল।
কি এক কুহক ভোরে আমার নিদ্রাভঙ্গ মর্ত্যের আলোয়।
এবার ফেরার পালা আমার আকাশের পথে।

লেখকঃ অধ্যক্ষ, সরকারি শামসুর রহমান কলেজ, গোসাইরহাট, শরীয়তপুর ৷

Leave a Comment