আগাছার ন্যায় ধর্ষক নির্মূল এখন সময়ের দাবি!
আগাছার ন্যায় ধর্ষক নির্মূল এখন সময়ের দাবি! সুন্দর একটি বাগান যেভাবে অবাঞ্চিত আগাছা বৃদ্ধির ফলে তার সৌন্দর্য হারিয়ে বিলীন হয়ে যেতে পারে। তেমনি সভ্য সমাজে ধর্ষকের উপস্থিতিও যেন সকল শান্তি বিনষ্ট করে নানা ধরনের অনাকাঙ্গিত সমস্যা ও বিশৃঙ্গল পরিস্থিতির জন্ম দেয়। যা শান্তিপূর্ণ সমাজ সৃষ্টির ক্ষেত্রে প্রধান অন্তরায়। মুক্তমনা বাঙ্গালী নারীদের নিরাপত্তা ও অস্তিত্বের চাষের সংগ্রামে বিরুপ প্রভাব … Read more